পটুয়াখালীতে দেড় কোটি টাকা মূল্যের রেনু পোনা জব্দ
১৯ জনকে সাজা

পটুয়াখালীতে দেড় কোটি টাকা মূল্যের রেনু পোনা জব্দ

Other

পটুয়াখালী মৎস্য বিভাগ অভিযান চালিয়ে পাচার কালে ১৫ লক্ষ ৩০ হাজার নিষিদ্ধ রেণুপোনা জব্দ করেছে। এ সময় র‌্যাবের সহায়তায় পাচারকারী ১৯ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত রোণুপোনা মূল্য এক কোটি ৫৩ লাখ টাকা।  

আজ শনিবার সকালে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের দুমকি উপজেলার পাগলার মোড় নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাবিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থ দণ্ড প্রদান করেন।  

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাংগীর হোসেনের নেতৃত্বে র‌্যাব এর সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়।  

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার জনকে দুই মাস করে কারাদণ্ড, ১৩ জনকে একমাস করে কারাদণ্ড, একজনকে ৫শ টাকা জরিমানা এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে বেকসুল খালাস দেয়া হয়েছে।  

জব্দকৃত রেণুপোনা স্থানীয় পায়রা নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, ভোলা এবং বাউফল উপজেলার কালাইয়া থেকে এসব রেনু পোনা সংগ্রহ করা হয়েছে।  

আরও পড়ুন:


খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু

ভোলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন জান্নাত বেগম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার দীর্ঘ যানজট

কলকাতায় খুলতে পারে সেই কাকলি ফার্নিচারের শোরুম!


news24bd.tv / কামরুল