‘গর্ভবতী’ পুরুষের ইমোজি যুক্ত করতে যাচ্ছে অ্যাপল

‘গর্ভবতী’ পুরুষের ইমোজি যুক্ত করতে যাচ্ছে অ্যাপল

অনলাইন ডেস্ক

নতুন কিছু ইমোজি উন্মোচন করেছে শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। নতুন এই ইমোজিতে যুক্ত করা হয়েছে একটি ‘গর্ভবতী’ পুরুষের ইমোজি। শুধু তাই নয়, একটি হাত মেলানোর ইমোজিতে রয়েছে একটি সাদা ও একটি কালো হাত। খবর দ্য সান ইউকে-এর।

আজ বিশ্ব ইমোজি দিবসে টুইটারে ইমোজিপিডিয়া এই নতুন ইমোজিগুলো উন্মোচন করে।

এই নতুন ইমোজি ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একজন ব্যবহারকারী বলেছেন, এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। আরেকজন বলেন, এই ইমোজিগুলো যদি সত্য হয়, আমি আর কখনো আমার ফোন ব্যবহার করবো না।

কিন্তু আরেক ব্যবহারকারী থমাস উইন্ডাম বলেন, মানুষ নির্বোধের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই বিষয়গুলো ঐচ্ছিক, কারো ভালো না লাগলে সে ব্যবহার করবে না।

তিনি আরও বলেন, যেটা আপনি এড়িয়ে চলতে পারেন সেটা ঘৃণা করে নিজের সময় অপচয় করবেন না।


আরও পড়ুনঃ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ও লুটপাট পূর্বপরিকল্পিত: প্রেসিডেন্ট

সৌদি আরবে বন্ধ হচ্ছে নামাজের সময়ে দোকান বন্ধ রাখার নিয়ম

বৃদ্ধ বাবা-মাকে মারপিটের মামলা তুলে নিতে হত্যার হুমকি ছেলে ও তার সহযোগীদের


প্রসঙ্গত, ২০১৯ সালের পর সমলিঙ্গ জুটি এবং লিঙ্গ নিরপেক্ষ ইমোজি যুক্ত করা হলেও এর আগে ট্রান্সজেন্ডার পতাকা ও চিহ্ন কোথাও ব্যবহার করা হয় নি।

সূত্রঃ দ্য সান

news24bd.tv / নকিব