নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. আবুল কাশেম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া আবুল কাশেম স্থানীয় মৃত লাল শেখের ছেলে।
স্থানীয় লোকজন, সকাল সাতটার দিকে আবুল কাশেম ও একই গ্রামের নুরুল ইসলাম (৪৫) জাল নিয়ে গুজিরকোনা এলাকায় মাছ ধরতে বের হন।
আরও পড়ুন:
পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা
২৩ জুলাই থেকে কঠিন লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ও লুটপাট পূর্বপরিকল্পিত: প্রেসিডেন্ট
বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিব উল আহসান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতের পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
news24bd.tv নাজিম