দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. আবুল কাশেম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া আবুল কাশেম স্থানীয় মৃত লাল শেখের ছেলে।  

স্থানীয় লোকজন, সকাল সাতটার দিকে আবুল কাশেম ও একই গ্রামের নুরুল ইসলাম (৪৫) জাল নিয়ে গুজিরকোনা এলাকায় মাছ ধরতে বের হন।

এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে দুজনেই আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। আর নুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।  

আরও পড়ুন:


পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

২৩ জুলাই থেকে কঠিন লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আনুশকার দেহরক্ষীর বেতন কত?

দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ও লুটপাট পূর্বপরিকল্পিত: প্রেসিডেন্ট


বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিব উল আহসান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতের পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

news24bd.tv নাজিম