মহামারী করোনা ভাইরাসে গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯২ জনে।
এদিকে, একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৯৩ জন।
শনিবার (১৭ জুলাই) দুপুরে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, স্বাস্থ্যবিধি ও লকডাউনে অসচেতনতার কারণে প্রতিদিন গাজীপুরে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৯১ জন, কালীগঞ্জ উপজেলায় ১৭ জন, কালিয়াকৈর উপজেলায় ৮ জন, কাপাসিয়া উপজেলায় ২২ জন।
আরও পড়ুন:
পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা
২৩ জুলাই থেকে কঠিন লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ও লুটপাট পূর্বপরিকল্পিত: প্রেসিডেন্ট
এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৩৯৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৯ হাজার ৭৫৬ জন, কালীগঞ্জে ১ হাজার ৪১ জন, কালিয়াকৈরে ১ হাজার ৬৭২ জন, কাপাসিয়ায় ১ হাজার ৫৬ জন ও শ্রীপুরে ১হাজার ৮৫৯ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত গাজীপুর জেলায় নতুন ১০ জনসহ মোট ২৯২ জন মৃত্যু হয় এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৭২ জন।
news24bd.tv নাজিম