কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল বাংলাদেশের মেয়ে

কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল বাংলাদেশের মেয়ে

অনলাইন ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। টপ মডেল এওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত। অনুভূতি প্রকাশ করে জানান, আমি এতোটাই আবেগ আপ্লুত হয়ে আছি যে অনুভুতি প্রকাশ করতে পারছি না।

কান উৎসবের আয়োজক দেশ ফ্রান্সসহ বিশ্বের নানা দেশের মডেলরা অংশ নিয়েছেন।

উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত প্রতিযোগিতায় টপ মডেলের এওয়ার্ড জয় করে নিয়েছেনআয়ারল্যান্ডের নাগরিক সুন্দরী প্রিয়তি৷

আরও পড়ুন


আজ আসছে ১০ লাখ ডোজ, কাল আরও ১০

২৩ জুলাই থেকে কঠিন লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আনুশকার দেহরক্ষীর বেতন কত?

দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ও লুটপাট পূর্বপরিকল্পিত: প্রেসিডেন্ট


বাংলাদেশের মেয়ে প্রিয়তি৷ তার ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে চলে যান আয়ারল্যান্ডে। সেখানে মডেলিং শুরু করেন তিনি। এরপর অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। নানা দেশে নানা পুরস্কার ও স্বীকৃতি অর্জন করে নিয়েছেন তিনি৷
২০২০ বইমেলায় লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন প্রিয়তি৷ পেশাগতভাবে বৈমানিক হিসেবে কাজ করেছেন তিনি।

দুই সন্তানকে নিয়ে আয়ারল্যান্ডেই বাস করছেন৷

news24bd.tv/এমিজান্নাত