গ্রামে ফিরে যাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা

গ্রামে ফিরে যাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিধিনিষেধ শিথিল করা হলেও বিপাকে রয়েছে ফুটপাত ব্যবসা। নিউমার্কেট, গুলিস্তান বা বিভিন্ন বড় মার্কেটের সামনে ফুটপাতে বিক্রি কিছুটা হলেও রাজধানীর বিভিন্ন রাস্তাঘাটের পাশে ফুটপাতে বিক্রি একেবারেই কম।

বিক্রেতারা বলছেন, কদিনের জন্য দোকান খুলে দেয়া হলেও বিক্রি হবে না ধরে নিয়ে অনেক সহকারী গ্রাম থেকেই আসেনি। খরচ করে যারা এসেছেন তারা দোকান খুলে বিপদে পড়েছে।

আরও পড়ুন


কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল বাংলাদেশের মেয়ে

আজ আসছে ১০ লাখ ডোজ, কাল আরও ১০

২৩ জুলাই থেকে কঠিন লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আনুশকার দেহরক্ষীর বেতন কত?

করোনা মহামারি ফুটপাতের বিক্রেতাদের জন্য অভিশাপ হয়ে এসেছে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। অনেকেই বলেন, আমরা দিন এনে দিন খাওয়া মানুষরা ভেবেছিলাম দোকান খুলে দিল, ব্যবসা হবে। এখন দেখি ক্রেতা নেই বললেই চলে। দোকান খোলা থাকলেও ক্রেতা নেই।

ফুটপাত ব্যবসায়ীদের যেন মাথায় হাত।

ফুটপাতের ব্যবসায়ীরা জানান, উপায় না পেয়ে অনেকেই দোকান বন্ধ করে দিয়েছেন। তারা অন্য পেশা খুঁজছেন। এরই মধ্যে গ্রামের বাড়িতেও ফিরে গেছেন অনেকে।

news24bd.tv/এমিজান্নাত