৮০  শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে সরকার

৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে সরকার

অনলাইন ডেস্ক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনায় দেশের মানুষ এখন ঝুঁকির মধ্যে বসবাস করছে। এই পরিস্থিতি রোধ করতে দেশের ৮০ শতাংশ মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনার কথা ভাবছে সরকার।

এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে করোনার ভ্যাকসিন আসা শুরু হয়েছে। আর এক কোটি মানুষ করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধনও করেছে।

তবে টিকা গ্রহণের পর মাস্ক পরা নিশ্চিত করার পাশাপাশি মানুষকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাটোর জেলায় করোনা ভাইরাস জনিত রোগ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সংশ্লিষ্ট ভার্চুয়াল প্লাটফর্মের জুম সভায় প্রযুক্তি প্রতিমন্ত্রী এ কথা বলেন। এসময় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, হাট ইজারাদারসহ বিভিন্ন পর্যায়ের ৮০০ জন মানুষ এই জুম সভায় অংশ নেন।

আরও পড়ুন


গ্রামে ফিরে যাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা

আজ আসছে ১০ লাখ ডোজ, কাল আরও ১০

২৩ জুলাই থেকে কঠিন লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ও লুটপাট পূর্বপরিকল্পিত: প্রেসিডেন্ট


তিনি আরও বলেন, দেশের মানুষের জীবন ও জীবিকাকে টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।

তার নির্দেশনায় দেশের সকল মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি দরিদ্র ও কর্মহীন মানুষদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তাই করোনা মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।  

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক