সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগে মানুষের পাশে থাকতে হবে
নবীন বিজিবি সদস্যদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগে মানুষের পাশে থাকতে হবে

Other

দেশের সীমান্তে সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে নানান দুর্যোগে জনগণের পাশের থাকার জন্য বিজিবির সদস্যদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।  

আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র ৯৬ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।  

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে বিজিবি। এছাড়া সীমান্তে অতন্দ্র পাহারা দিয়ে দেশের মানুষের মন জয় করেছে এই বাহিনী।

এই বাহিনীকে আরও দায়িত্বশীল হয়ে সীমান্তে কাজ করতে হবে।  

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে ৯৬তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে ১ম স্থান অধিকারী মো. আব্দুল কাদের জিলানী এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন।  

৯৬ তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ চলতি বছরের ৩১ জানুয়ারি শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ প্রশিক্ষণে মোট ২৪৮ জন রিক্রুট প্রশিক্ষণে অংশগ্রহণ করে।  

কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনোয়ার লতিফ খান।  

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ এর প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন ৯৬ তম রিক্রুট ব্যাচের অফিসার ইনচার্জ মেজর মির্জা মাজহারুল ইসলাম এবং প্যারেড এ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, ৫৯বিজিবির অধিনায়ক লে, কর্ণেল আমির হোসেন মোল্লা, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ.এইচ.এম আব্দুর রাকিব প্রমুখ।

আরও পড়ুন:


২৩ জুলাই থেকে কঠিন লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আজ যেসব এলাকায় ব্যাংক খোলা আছে

অভিনেতা নিলয় করোনায় আক্রান্ত

খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু


news24bd.tv / কামরুল