সুন্দরবনের খাল থেকে মৃত ডলফিন উদ্ধার

সুন্দরবনের খাল থেকে মৃত ডলফিন উদ্ধার

Other

সুন্দরবনের খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে বনবিভাগ। আজ দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসের সামনের শরণখোলা-বগী ভারাণী খাল থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

পূর্ব সুন্দরবনের (বাগেরহাট) শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় লোকজন আজ দুপুর আড়াইটার দিকে রেঞ্জ অফিসের অপর পাড়ের প্রাইমারি স্কুলের সামনে শরণখোলা-বগী ভারাণী খালে একটি মৃত ডলফিন ভেসে আসার খবর দেয়।

 

আরও পড়ুন:


পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

২৩ জুলাই থেকে কঠিন লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আনুশকার দেহরক্ষীর বেতন কত?

দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ও লুটপাট পূর্বপরিকল্পিত: প্রেসিডেন্ট


পরে সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হয়। শুশুক প্রজাতির এ স্ত্রী ডলফিনটির বয়স প্রায় আড়াই বছর। কমপক্ষে তিন দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে। মৃত এ ডলফিনটির শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

সহকারী বন সংরক্ষক জানান, নমুনা সংগ্রহ করে রেঞ্জ অফিস চত্বরে  ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।

news24bd.tv নাজিম