লঞ্চ-বাসে ভাড়া দ্বিগুণ

লঞ্চ-বাসে ভাড়া দ্বিগুণ

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যানবাহন চলাচল উন্মুক্ত করে দিলেও নৌ ও সড়কপথে স্বাস্থ্যবিধির একেবারেই বালাই নেই বললেই চলে। এর মধ্যে নির্দেশনা উপেক্ষা করে লঞ্চ, বাসসহ বিভিন্ন ধরনের নৌ ও সড়কপথের যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া।

আরও পড়ুন


করোনা সংক্রান্ত ভুল তথ্য ছড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে: বাইডেন

৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে সরকার

গ্রামে ফিরে যাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা

আজ আসছে ১০ লাখ ডোজ, কাল আরও ১০


বেসরকারি সংগঠন গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির যৌথ পর্যবেক্ষণে এসব তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানা হলেও ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী কিছু বিলাসবহুল লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংগঠন দুটি।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক