মদ বিক্রি বন্ধ তবুও মদপানে  ১৬ জনের মৃত্যু

মদ বিক্রি বন্ধ তবুও মদপানে ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতে বিষাক্ত মদপান করে  ১৬ জনের মৃত্যু হয়েছে।   যদিও মৃতদের মধ্যে আট জনের পরিবারের দাবি, মারা যাওয়ার আগে মদই খাননি তাদের স্বজনরা।

গত তিন দিনে দেশটির বিহার রাজ্যের পশ্চিম চম্পারণে এই ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই এই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

একইসঙ্গে শুরু হয়েছে তদন্ত।   গত মার্চ মাসেও বিহারে বিষাক্ত খেয়ে আটজনের মৃত্যু হয়েছিল।

চম্পারণের জেলা প্রশাসক কুন্দন কুমার জানিয়েছেন, মৃতরা মূলত দেউরাওয়া, জোগিয়া ও বাগাহি নামের তিনটি গ্রামের বাসিন্দা।  


গরুর দাম নিয়ে প্রতিক্রিয়া কী

৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে সরকার

গ্রামে ফিরে যাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা

আজ আসছে ১০ লাখ ডোজ, কাল আরও ১০


 

চম্পারণের জেলা প্রশাসক কুন্দন কুমার বলেন, ‘আমরা খবর পেয়েছি গত তিন দিনে প্রায় ১৬ জন রহস্যজনক ভাবে মারা গেছেন।

যদিও তাদের পরিবার ও গ্রামবাসীরা মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ’

২০১৬ সালের এপ্রিল মাস থেকে বিহারে মদ বিক্রি বন্ধ। তারপরেও এই ধরনের ঘটনা সামনে আসায় দু’জন গ্রাম চৌকিদারকে বরখাস্ত করেছে প্রশাসন।

news24bd.tv/আলী