পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়ে অপহৃত

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়ে অপহৃত

অনলাইন ডেস্ক

পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে শনিবার দাবি করেছে কাবুল। অপহরণের পর মেয়েটির ওপর নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেছে আফগানিস্তান।  

মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত নাজিবুল্লাহ আলিখিলের মেয়ে সিলসিলা আলিখিলকে শুক্রবার বাড়ি ফেরার পথে কয়েক ঘণ্টার জন্য অপহরণ করা হয়।

অপহরণের পর তার ওপর ‘কয়েকবার নির্যাতন’ চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে নির্যাতনের ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু জানায়নি আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।


গরুর দাম নিয়ে প্রতিক্রিয়া কী

৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে সরকার

গ্রামে ফিরে যাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা

আজ আসছে ১০ লাখ ডোজ, কাল আরও ১০


 

এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভাড়া করা গাড়ি থেকে সিলসিলার অপহৃত হওয়ার বিষয়টি আফগান দূতাবাস তাদের অবহিত করেছে। পুলিশ এই ‘ন্যাক্কারজনক ঘটনার’ তদন্ত করছে।

রাষ্ট্রদূত আর তার পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

news24bd.tv/আলী