সৌদিতে আজান দিলেও খোলা থাকবে  দোকান

সৌদিতে আজান দিলেও খোলা থাকবে দোকান

অনলাইন ডেস্ক

আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেওয়ার রেওয়াজ বহু আগের মধ্য প্রচ্যের দেশ সৌদি আরবে। আজানের পর থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত সব দোকানই থাকত বন্ধ। কিন্তু সৌদিতে এখন থেকে আজানের পরও খোলা রাখা যাকে দোকান। করা যাবে বেচা কেনাও!

নামাজের সময় দোকান খোলা রাখার অনুমতি দিয়ে শুক্রবার সৌদি আরবের চেম্বারের প্রধান আজলান বিন আবদুল আজিজ আল-আজলান একটি পরিপত্র জারি করেন।

 


গরুর দাম নিয়ে প্রতিক্রিয়া কী

৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে সরকার

গ্রামে ফিরে যাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা

আজ আসছে ১০ লাখ ডোজ, কাল আরও ১০


 

এ পরিপত্রে  নামাজের সময়েও এখন থেকে দোকান খোলা থাকবে বলে জানানো হয়।

সৌদি চেম্বারের প্রধান দাবি করেন, এ সিদ্ধান্ত ক্রেতা এবং বিক্রেতাদের শপিংয়ের অভিজ্ঞতা এবং পরিষেবার স্তর উন্নত করার প্রয়াস।

news24bd.tv/আলী