ইভ্যালির হটলাইনে ফোন করেও কাউকে না পাওয়া যাচ্ছে না

ইভ্যালির হটলাইনে ফোন করেও কাউকে না পাওয়া যাচ্ছে না

অনলাইন ডেস্ক

ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রধান কার্যালয় প্রায় এক মাস ধরে বন্ধ রছেছে। হটলাইনে ফোন করেও কাউকে না পাওয়ার আভযোগ পাওয়া যাচ্ছে। তাই পণ্য নিতে অনেক গ্রাহকই আসছেন প্রতিষ্ঠানটির রাজধানীর সোবহানবাগে অবস্থিত কার্যালয়টিতে। গত কয়েকদিন ধরে প্রতিদিনই ৩ থেকে ৪ শ গ্রাহক এবং পাওনা টাকা নিতে মার্চেন্টরাও যাচ্ছেন সেখানে।

এসব সামলাতে ভবনটিতে কর্মরত নিরাপত্তাকর্মীরা দিশেহারা।

আরও পড়ুন


গরুর দাম নিয়ে প্রতিক্রিয়া কী

৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে সরকার

গ্রামে ফিরে যাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা

আজ আসছে ১০ লাখ ডোজ, কাল আরও ১০


জানা যায় এসব নিরপত্তাকর্মীদের জুন মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার বোনাস এখনও দিতে পারেনি ইভ্যালি।  

জানা গেছে, ইভ্যালির নিরাপত্তার দায়িত্বে আছেন ১০ জন নিরাপত্তাকর্মী। তাদের কেউই গত মাসের বেতন ও ঈদ বোনাস পাননি।

কবে পাবেন সেটাও অজানা। এদিকে, গত ২৭ জুন থেকেই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ‘হোম অফিস’ করছেন। নিরাপত্তাকর্মীদের সঙ্গে কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল ব্যক্তি যোগাযোগ করছেন না বলে জানায় তারা।

news24bd.tv/এমিজান্নাত