সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা, সম্ভাব্য একাদশ

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা, সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অনেকটা হেসে খেলেই জিতেছে বাংলাদেশ দল। আজ রোববার (১৮ জুলাই) আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগার বাহিনী।

বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে। আজকের ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে তামিম-সাকিবদের।

এর আগে প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ জিতলেই তাই সিরিজ বাংলাদেশের। চোটের কারণে এই ম্যাচেও হয়তো খেলা হবে না ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। তবে জিম্বাবুয়ের একাদশে আসতে পারে পরিবর্তন।

এই ম্যাচের মাধ্যমে দীর্ঘদিন পর মাঠে নামা হতে পারে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার। ছন্দে ফিরতে মরিয়া দলটি অবশ্য একাধিক পরিবর্তনও আনতে পারে একাদশে।

আরও পড়ুন


রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৬

ফাঁকা বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে শিক্ষক

আফগানিস্তানের উত্তরাঞ্চল থেকে পিছু হটছে তালেবানরা

গিনেস ওয়ার্ল্ডে জায়গা করে নিলো বিশ্বের সবচেয়ে উঁচু বালির প্রাসাদ (ভিডিও)


বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

news24bd.tv এসএম