বাংলাসহ ১০ ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা

বাংলাসহ ১০ ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা

অনলাইন ডেস্ক

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। গত বছরের মতো এবারও সীমিত আকারে পালন করা হচ্ছে হজ। হজ পালন করতে ইতিমধ্যে কয়েক হাজার মুসল্লি আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন।  

এবারে হজের খুতবা বাংলাসহ মোট ১০টি ভাষায় অনুদিত হবে এবং দু’টি প্লাটফর্মে সেটি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

বিশ্ব মুসলিম উম্মাহর কাছে হজের খুতবা পৌঁছে দিতে সৌদি আরব সরকার এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি জানান।

যে সকল ভাষায় সম্প্রচারিত হবে সেগুলো হলো- বাংলা, ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা।

আরও পড়ুন:

নেলসন ম্যান্ডেলার অবাক করা কিছু অজানা তথ্য

রংপুরে মোবাইল ফোন না দেওয়ায় মাকে খুন

শঙ্কা কাটিয়ে আবারও শুটিংয়ে ফিরছেন পরীমণি

মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ (আর রিয়াসা আল আম্মা) জানিয়েছে, উক্ত খুতবা বিশ্বের এই দশটি ভাষায় সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে।   

করোনা মহামারী শুরুর আগে প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ করতেন।

গত দু'বছর ধরে করোনা মহামারীর কারণে বড় ধরনের সমাগম নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয় বিদেশি হজ যাত্রীদেরও।

news24bd.tv রিমু