খালেদা জিয়ার জামিন নিয়ে শুনানি বুধবার

ফাইল ছবি

খালেদা জিয়ার জামিন নিয়ে শুনানি বুধবার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিলের (লিভ টু আপিল) ওপর শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুনানি শুরু হয়।

শুনানি করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। ১১টা পর্যন্ত শুনানির পর বিরতিতে যান আদালত।

সাধারণত বিরতির স্থায়ীত্ব আধাঘণ্টা হলেও আজ তা অন্যদিনের চেয়ে কিছুটা দীর্ঘ ছিল। ১১টা ৫০ মিনিটে ফের আদালত বসলে শুনানিতে ফেরেন খুরশীদ।

দুপুর ১২টা ৫ মিনিটে শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি শুনানি করেন ১টা পর্যন্ত।

এরপর খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলীর কথা শুনে আদালত বলেন, আজ এ পর্যন্ত। আমরা কাল আবার শুনানি করব।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ১২ মার্চ খালেদা জিয়াকে ৪ মাসের অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পাশাপাশি এ মামলায় খালেদা জিয়ার সাজা কেন বৃদ্ধি করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত।

হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দেন। ওই জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল দায়ের করেন।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর