খুলনায় গত আট দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

খুলনায় গত আট দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

Other

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। যা গত আট দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৭ জনের মৃত্যু হয়।

জানা যায়, এর আগে ৯ জুলাই খুলনার চার হাসপাতালে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়। এছাড়া ১৭ জুলাই ১১ জন, ১৬ জুলাই ১৩ জন ও ১৫ জুলাই আরও ১৯ জন মারা হয়।

গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন - খুলনার দিঘলিয়ার জাহানারা (৬০), নবীজা (৭০), শিরোমনি এলাকার মীর আ. গফ্ফার (৯০), বাগেরহাট মোল্লাহাট চাঁন মিয়া (৬৫), হাফিজ শেখ (৫৭), যশোর ঝিকরগাছার মুক্তা (৩০), ঝিনাইদহের মহাম্মদপুর এলাকার হোসনে আরা (৫০) ও পিরোজপুর কাউখালি হাসি রানী (৫০)।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন - খুলনার তেরখাদার দাউদ আলী তালুকদার (৮০), শিরোমনি এলাকার মাহমুদুর রহমান (৯১), কয়রা হাতিয়ারডাঙ্গার নীতিশ কুমার বাছাড় (৬৫), যশোর সদর এলাকার রোজি (৬৫)।

আবু নাসের হাসপাতালে মারা গেছেন - খুলনার দিঘলিয়ার সুলায়মান (৮০), পাইকগাছার জমিরউদ্দিন (৭৫), যশোর শার্শার কুতুবুদ্দিন (৭৫) এবং খুলনা জেনারেল হাসপাতালে বটিয়াঘাটার সুচিত্রা (৬০) ও নড়াইল লোহাগড়ার শামসুন্নাহার (৫৫) করোনায় মারা গেছেন।

আরও পড়ুন


কুষ্টিয়ায় আজও ২০ জনের মৃত্যু

পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০

রাজশাহী মেডিকেলে আজও ১৭ জনের মৃত্যু

করোনায় আ.লীগের সাবেক সংসদ সদস্য আফাজের মৃত্যু


জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৪০৮ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৬ জন।

খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ৬০৩ জনের নমুনা পরীক্ষায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জনের নমুনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটের ৮, সাতক্ষীরা ১, যশোর ২, নড়াইল ১ ও পিরোজপুরের ১ জন করোনা শনাক্ত হয়েছেন।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক