ভারতে কমছে করোনায় সংক্রমণ ও মৃত্যু

ভারতে কমছে করোনায় সংক্রমণ ও মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে প্রতিবেশি দেশ ভারতে। দেশটিতে দৈনিক সংক্রমণ ও করোনা থেকে সুস্থ হতে থাকা রোগীর সংখ্যা প্রায় সমান।

রোববার (১৮ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ১৫১ জন। ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫ জনে।

অন্যদিকে দেশটির দৈনিক মৃত্যু গত চারদিন ধরেই ৬০০-র নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জন।


আরও পড়ুনঃ

পর্নতারকা ডালিয়া স্কাইয়ের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন

সৌদি আরবে বন্ধ হচ্ছে নামাজের সময়ে দোকান বন্ধ রাখার নিয়ম

'ছাত্রলীগ সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে'


গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৪ জন।

অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১ হাজারের বেশি। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে আক্রান্ত ও সুস্থ হওয়া মানুষের সংখ্যা প্রায় সমান।

এছাড়া, দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০১ শতাংশে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত একদিনে দেশটিতে কোভিড সংক্রমণের হার ২ দশমিক ১৩ শতাংশ।

news24bd.tv / নকিব