নওগাঁয় ২১ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

নওগাঁয় ২১ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

Other

নওগাঁয় ২০ লাখ ৮৮ হাজার টাকা সমমূল্যের ২ হাজার ৮৮টি একহাজার টাকার জাল নোট সহ শাহিনুর রহমান ওরফে হায়দার নামের একজনকে আটক করেছে র‌্যাব। গতরাতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল নোটসহ তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, কোরবানী ঈদকে ঘিরে জাল নোট চক্র সক্রিয় হয়ে উঠে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে র‍্যাবের নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রামের জোনাকির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তারা।

এসময় ২০ লাখ ৮৮ হাজার টাকা সমমূল্যের ২ হাজার ৮৮টি এক হাজার টাকার জাল নোট সহ শাহিনুর রহমান ওরফে হায়দার নামের এক যুবককে আটক করে।


আরও পড়ুনঃ

গোল্ডেন পাম জয় করলেন ফরাসি নির্মাতা জুলিয়ার দুকুরনো

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন

সৌদি আরবে বন্ধ হচ্ছে নামাজের সময়ে দোকান বন্ধ রাখার নিয়ম

'ছাত্রলীগ সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে'


আজ সকালে এ নিয়ে নাটোর ক্যাম্পে প্রেস ব্রিফিং করেন র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক তালুকদার। আটক শাহিনুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।

এই ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এসময় র‍্যাবের নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।  

news24bd.tv / নকিব