কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা

অনলাইন ডেস্ক

জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য এবারের অলিম্পিক গেমস অনেক দিক থেকেই আলাদা। এই গেমসে করোনাজনিত কারণে নাম সরিয়ে নিয়েছেন অনেক খেলোয়াড়। থাকছে না দর্শকও। তবে এবারের টোকিও অলিম্পিকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নেয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ।

খেলোয়াড়দের দেয়া হয়েছে ‘অ্যান্টি সেক্স বেড’

খেলোয়াড়দের জন্য যে খাটের ব্যবস্থা করা হয়েছে তার নামই দেওয়া হয়েছে, ‘অ্যান্টি সেক্স বেড’। এমন ভাবেই এই খাটগুলি বানানো হয়েছে যে একজনের বেশি মানুষ খাটে উঠলে তা ভেঙে যাবে। কার্ডবোর্ড দিয়ে বানানো এই খাটগুলির জিনিস ফের ব্যবহার করা যাবে।


আরও পড়ুনঃ

গোল্ডেন পাম জয় করলেন ফরাসি নির্মাতা জুলিয়ার দুকুরনো

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন

সৌদি আরবে বন্ধ হচ্ছে নামাজের সময়ে দোকান বন্ধ রাখার নিয়ম

'ছাত্রলীগ সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে


এছাড়া অলিম্পিকের রীতি অনুযায়ী গেমস ভিলেজে ঢোকার সময় খেলোয়াড়দের যে জন্মনিরোধক সামগ্রী দেয়া হয় তা ব্যবহার না করে স্বারক হিসেবে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

news24bd.tv / নকিব