ঝিনাইদহে কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

ঝিনাইদহে কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

Other

ঝিনাইদহের মহেশপুর ভারত সীমান্তবর্তী উপজেলা হওয়া সত্ত্বেও কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এবং বেড়েছে সুস্থতা।

গত ২৪ ঘন্টায় এ জেলায় করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ৩১২টি নমুনার ফলাফলের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭ জন। আক্রান্তের হার ২৭.২৮ ভাগ।

 

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জনসহ ৩ হাজার ৬৩৬ জন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৭ জন ও আইসোলেশনসহ ১১৭ রোগী ভর্তি রয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি অনেক রোগীদের শারিরীক অবস্থা ভাল রয়েছে।  

অপরদিকে সভাপতি ঝিনাইদহ জেলা স্বাস্থ্য কমিটির সভাপতি তাহজীব আলম সিদ্দিকী এমপি ও তার প্রতিনিধি পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস সার্বক্ষনিক তদারকি করছেন।

সেই সাথে ডাক্তার ও নার্সদের সাথে দফায় দফায় মিটিং করছেন এবং প্রত্যেক রোগীর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন।  

করোনা রোগীদের জন্য চেষ্টার কোন ক্রুটি নেই স্বাস্থ্য কমিটির সভাপতির মধ্যে। সেই সাথে তিনি সচেনতার পাশাপাশি ঝিনাইদহ ও হরিনাকুন্ডু উপজেলায় করোনায় কর্মহীনদের খাবার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।  

এই ধারা বাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে করোনা শূন্যের কোটায় নেমে আসবে বলে সচেতন মহল মনে করছেন।  

আরও পড়ুন


বিয়ের মাত্র একদিন পরই মারা গেলেন কলেজ শিক্ষক

পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দেয়া হবে: প্রধানমন্ত্রী

গোপনে দ্বিতীয় বিয়ে করলেন মাহি!

বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় তিন কোটি টাকা টোল আদায়


news24bd.tv / কামরুল