মুম্বাইয়ে ভবন ধসে নিহত ২০ এ দাড়াঁলো

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ২০ এ দাড়াঁলো

অনলাইন ডেস্ক

ভারতের মুম্বাইয়ের চিম্বুর ও বিক্রোলি এলাকায় ভারী বৃষ্টিপাতে আবাসিক দুটি ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন গতকাল রাতে শুরু হওয়া টানা বৃষ্টি আজ রবিবারও না থামায় পুরো শহরে সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন


টিকার এসএমএস পেলেন বেগম জিয়া

গোল্ডেন পাম জয় করলেন ফরাসি নির্মাতা জুলিয়ার দুকুরনো

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন

সৌদি আরবে বন্ধ হচ্ছে নামাজের সময়ে দোকান বন্ধ রাখার নিয়ম


মুম্বাইয়ের পৌর কর্মকর্তারা জানান, আজ রবিবার সকালে শহরের বিক্রোলির সূর্যনগর এলাকায় একটি আবাসিক ভবন ধসে পড়ে। সেখান থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে শহরের চিম্বুরের ভরত নগর এলাকায় আরও একটি ভবন ধসে পড়েছে।

সেখান থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। সেই আশঙ্কায় উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি

news24bd.tv/এমিজান্নাত