জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে ২৪১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের। দ্রুত টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
দলীয় ৩৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ২০ রানের মাথায় সাজঘরে ফিরে যান তামিম ইকবাল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভার ৩ বলে ৩ উইকেটের বিনিময়ে ৫৩ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য তামিমবাহিনীর এখনো ১৮৮ রান দরকার ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় এই ওয়ানডেতে রোববার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয়।
news24bd.tv নাজিম