নওগাঁয় আড়াই হাজার শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান
করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ

নওগাঁয় আড়াই হাজার শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান

Other

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ নওগাঁয় আড়াই হাজার বাস, বিক্সা-ভ্যান ও বাজার শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে রোববার দুপুরে নওগাঁ শহরের কাজীর মোড় ও নওযোয়ান মাঠে এসব শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।  

এফবিসিসিআই এর পরিচালক, নওগাঁ চেম্বার অব কর্মাসের সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসেল প্রতিজনকে তিনশত টাকা করে মোট আড়াই হাজার শ্রমিকের মাঝে সাড়ে ৭ লাখ টাকা প্রদান করেন। এ সময় নওগাঁ চেম্বারের পরিচালক এমএ খালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


 
এফবিসিসিআই এর পরিচালক রাসেল বলেন, করোনা ভাইরাসে জেলার বিভিন্ন উপজেলার কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণির মানুষদের মাঝে নওগাঁ চেম্বার অব কর্মাস ও ব্যক্তি উদ্যোগে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। তাই তিনি সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবানদের এ রকম সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।

আরও পড়ুন


বিয়ের মাত্র একদিন পরই মারা গেলেন কলেজ শিক্ষক

পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দেয়া হবে: প্রধানমন্ত্রী

গোপনে দ্বিতীয় বিয়ে করলেন মাহি!

গোপনে বিয়ে করে মা হতে যাচ্ছেন পপি!


news24bd.tv / কামরুল