ডিএনসিসি এলাকায় ১০ মামলায় ৫২ হাজার টাকা জরিমানা আদায়

ডিএনসিসি এলাকায় ১০ মামলায় ৫২ হাজার টাকা জরিমানা আদায়

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ১০ মামলায় ৫১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৩০ হাজার টাকা এবং ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকি পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ২১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১০টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৫১ হাজার ৭০০ টাকা।

আরও পড়ুন:


টিকা সংগ্রহ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: ফখরুল

সোনাহাট স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নোয়াখালীতে করোনায় একদিনে ৮ জনের মৃত্যু

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারও বাড়ল


এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়এবং সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয় বলে জানিয়েছে ডিএনসিসি।

news24bd.tv নাজিম