করোনা আক্রান্ত শতভাগ শিশুর শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট

করোনা আক্রান্ত শতভাগ শিশুর শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত শতভাগ শিশুর শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন একদল গবেষক জানান।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি নবজাতক থেকে শুরু করে ১৬ বছর বয়সী ১২ শিশুর করোনার জিনোম সিকোয়েন্সিং করার পর গবেষণায় এ তথ্য উঠে আসে বলে জানান তারা।

জুন থেকে এই জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে করা এ গবেষণা শেষে আজ রোববার গবেষকরা এ তথ্য জানান।

আরও পড়ুন:


টিকা সংগ্রহ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: ফখরুল

সোনাহাট স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নোয়াখালীতে করোনায় একদিনে ৮ জনের মৃত্যু

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারও বাড়ল


উক্ত গবেষণার নেতৃত্ব দেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী ও ডা. আব্দুর রব মাসুম এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসক ও অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস ও ডা. নাহিদ সুলতানা।

news24bd.tv/এমিজান্নাত