কোরবানী যাদের উপর ওয়াজিব

কোরবানী যাদের উপর ওয়াজিব

অনলাইন ডেস্ক

কোরবানী করা ওয়াজিব। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সামর্থ্যবান ব্যক্তির কোরবানী করা ওয়াজিব। মহান আল্লাহ তা-আলা বলেন, ‘তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানী করো। ’ (সুরা : কাউসার, আয়াত : ২)।

  

যেসব শর্তপূর্ণ হওয়া সাপেক্ষে কোরবানী ওয়াজিব হবে তা নিচে তুলে ধরা হলো :

১। মুসলিম হওয়া- অমুসলিমদের ওপর কোরবানীর বিধান প্রযোজ্য নয়।

২। প্রাপ্তবয়ষ্ক হওয়া- অপ্রাপ্ত বয়ষ্ক ব্যক্তি নির্দিষ্ট সম্পদের মালিক হলেও কোরবানী আবশ্যক নয়।

 

৩। সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া- পাগল সম্পদের মালিক হলেও কোরবানী ওয়াজিব হবে না।

৪। স্বাধীন ব্যক্তি হওয়া-অতএব দাসের ওপর কোরবানী করা আবশ্যক হবে না।  

আরও পড়ুন:

নেলসন ম্যান্ডেলার অবাক করা কিছু অজানা তথ্য

শঙ্কা কাটিয়ে আবারও শুটিংয়ে ফিরছেন পরীমণি

৫। মুসাফিরের ওপর কোরবানী আবশ্যক নয়।

৬। এছাড়া, জাকাত ফরজ হয় এই পরিমাণ সম্পদের মালিক হওয়া।  

যার ওপর কোরবানী ওয়াজিব নয় এমন দরিদ্র ব্যক্তি কোরবানী করলে তার কোরবানী শুদ্ধ হবে এবং অনেক সওয়াব লাভ করবে। (কিফায়াতুল মুফতি : ৮/১৭৮)

news24bd.tv রিমু

এই রকম আরও টপিক