পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৮

পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৮

অনলাইন ডেস্ক

ইউরোপে ইতিহাসের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এরইমধ্যে প্রাণ হারিয়েছে ১৮৮ জন। যার মধ্যে জার্মানির অবস্থা সবচেয়ে ভয়বহ।  

গত সপ্তাহের বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫৬৷ লণ্ডভণ্ড হয়ে গেছে পশ্চিমাঞ্চলের বেশ কিছু শহর। বিধ্বস্ত শহর ঘুরে দেখতে সেখানে গিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল।


 
রোববার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের আরভাইলারের ছোট শহর শুল্ড পরিদর্শনকালে তিনি মর্মান্তিক পরিস্থিতি উল্লেখ করে বলেন, এই ধ্বংসযজ্ঞের বর্ণনা দেয়ার কোন ভাষা নেই।

আরও পড়ুন:

যে বাঙালি আলেম হজের খুতবা অনুবাদ করবেন

এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন সিস্টেম

নেলসন ম্যান্ডেলার অবাক করা কিছু অজানা তথ্য

দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এখনো নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

তবে সরকারি-বেসরকারিভাবে বন্যা দুর্গতদের সাহায্যার্থে উদ্ধার তৎপরতার পাশাপাশি চলছে পুর্ণগঠনের কাজ।

জার্মানি ছাড়াও বেলজিয়ামের পরিস্থিতিও খারাপ। সেখানেও বাড়ছে মৃত্যুর মিছিল। এছাড়া অস্ট্রিয়া, নেদারল্যান্ডসে হতাহতের খবর না এলেও, বিভিন্ন রাস্তাঘাট এখনো পানিতে ডুবে রয়েছে।

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক