ফাঁস হলো বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা

ফাঁস হলো বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা

অনলাইন ডেস্ক

ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। এ তালিকায় রয়েছেন সাংবাদিকেরাও।

রোববার গার্ডিয়ান ও বিবিসিসহ ১৭টি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, আড়িপাতা হয়েছে বিশ্বের প্রথম সারির গণমাধ্যমের ১৮০ জন সাংবাদিকের স্মার্টফোনে।

প্যারিস ভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম এই তথ্য পেয়েছে।

এছাড়াও ভারতীয় দুজন মন্ত্রীসহ, বিরোধী নেতা, ব্যবসায়ী, সামাজকর্মী ও ৪০ সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ তিন শতাধিক ব্যক্তির ফোন হ্যাক হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

যে বাঙালি আলেম হজের খুতবা অনুবাদ করবেন

এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন সিস্টেম

ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৮

দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল

পেগাসাস নামের ম্যালওয়্যার ব্যবহার করে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের সব মেসেজ, ফটো, ইমেইল, কল রেকর্ড জানা যায়। এই ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়।

অনুসন্ধানকারীদের হাতে ৫০ হাজারেরও বেশি ফোন নম্বর এসেছে।

ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসও’এর গ্রাহকেরা এসব নম্বরে আড়ি পেতেছে।  

news24bd.tv রিমু