সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় আগামীকাল ঈদ

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় আগামীকাল ঈদ

অনলাইন ডেস্ক

সৌদি আরব ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদ উল আযহা। ঈদের নামাজ ও পশু কোরবানী দিয়ে ঈদ উদ্‌যাপন করবেন মুসল্লিরা।

বাংলাদেশে সরকারিভাবে ২১ জুলাই ঈদ ঘোষিত হলেও, সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ পালন করেন অনেকে।  
 
চট্টগ্রাম, মৌলভীবাজার, জামালপুর, নোয়াখালি ও চাঁদপুরে আগামীকাল ২০ জুলাই ঈদুল আযহা উদ্‌যাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিশেষভাবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুটি গ্রাম সহ সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ির অর্ধ শতাধিক গ্রামে বহু বছর ধরেই সৌদি আরবের সাথে মিল রেখে একই দিন ঈদ উদ্‌যাপন করা হয়।

আরও পড়ুন:

ফাঁস হলো বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা

যে বাঙালি আলেম হজের খুতবা অনুবাদ করবেন

এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন সিস্টেম

এছাড়া লক্ষ্মীপুর, শেরপুর, সুনামগঞ্জ, মাদারিপুর, দিনাজপুর ও নারায়নগঞ্জের বিভিন্ন গ্রামে মঙ্গলবারই ঈদুল আযহা উদ্‌যাপন করা হবে।

news24bd.tv রিমু     

এই রকম আরও টপিক