গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

Other

গত ২৪ ঘন্টায় কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ১৪ জন করোনা পজিটিভ এবং ৩ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।  কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের তত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, ১৮ জুলাই রবিবার সকাল ৮টা থেকে আজ ১৯ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে এখন করোনা পজিটিভ ১৮০ জন আর উপর্সগ নিয়ে ৭০ জন মোট ২৫০ চিকিৎসা নিচ্ছেন।

জেলা প্রশাসনের হিসেবে, ২৪ ঘন্টায় ৭২১ টি নমুনা পরীক্ষায় ২০৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.২৯ শতাংশ। এসময়ে আরোগ্য লাভ করেছেন ১২৭ জন।

গত ৭ দিনে ১,৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৭ দিনে কুষ্টিয়ায় করোনা পজিটিভ ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে করোনা উপসর্গে আরো অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৪২৩ জনের মৃত্যু হলো।

আরও পড়ুনঃ


গোল্ডেন পাম জয় করলেন ফরাসি নির্মাতা জুলিয়ার দুকুরনো

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন

সৌদি আরবে বন্ধ হচ্ছে নামাজের সময়ে দোকান বন্ধ রাখার নিয়ম


এছাড়া ঈদকে সামনে নিয়ে রাজধানী ঢাকা থেকে জেলার মানুষ বাড়িতে আসতে শুরু করেছেন। শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও গরু-ছাগলের হাটে ভীড় বাড়ছে। শহর ও গ্রামের অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।

news24bd.tv / নকিব