নেত্রকোনায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

নেত্রকোনায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

নেত্রকোনায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

নেত্রকোনা প্রতিনিধি

প্রতারণা করে মাইক্রোবাসের চালককে হত্যা দায়ে ৪ জনের মৃত্যুদন্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। সেইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। একই মামলার অপর আসামী সাবিনা ইয়াসমিন কে খালাস প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান  রাজা এ রায়  প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা আসামীরা হাছেন আলী, মুন্না, আব্দুল মালেক ও সেলিম সরকার। তবে সকল আসামীগণ পলাতক রয়েছে।

জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ জানান, ২০১৩ সালের ১৬ জানুয়ারিতে নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের মাইক্রোবাস চালক সোলেমান কে যাত্রী সেজে ভাড়ায় নিয়ে যায়। পরে তাকে হত্যা করে মাইক্রোবাসটি ছিনতাই করে আসামীরা।

ঢাকার গাজিপুর এলাকা থেকে সোলেমানের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ১৮ জানুয়ারি নিহতের ভাগিনা নুরুল আমীন বাদী হয়ে ৫ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মার্চ চার্জশীট দাখিল করলে ২২ জন স্বাক্ষীরর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর