জ্ঞান সাধনা এক  বিরল কাজ

জ্ঞান সাধনা এক বিরল কাজ

Other

বড় বড় জ্ঞানী মানুষেরা এক জীবনে যা জানেন, তা কিছুতেই বলে বা লিখে যেতে পারেন না। তারা শুধু সাধ্যমতো সেটুকুই বলেন বা লিখেন যা তারা প্রয়োজন বা প্রাসঙ্গিক মনে করেন অথবা প্রাসঙ্গিক হয়ে ওঠে।  

এর বাইরে আরও বহু কিছু থাকে, যা তারা বলেন না, বলার প্রয়োজন মনে করেন না বা কোনো কারণে বলা হয়ে ওঠে না। ফলে তাদের লব্ধ বা আহৃত জ্ঞানের একটি বড় অংশের আলো থেকে মানুষ বঞ্চিত থাকে।

আর তাই অজস্র জ্ঞানীর জ্ঞানের উত্তরাধিকার বহন করেও সাধারণ মানুষ বংশ পরম্পরায় জ্ঞানী হয়ে ওঠে না, সাধারণই থকে। জ্ঞান সাধনা এক  বিরল কাজ, আর এতে সিদ্ধি ততোধিক বিরল।

(লেখাটি হারুন আল নাসিফ-এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।

)

 

আরও পড়ুন


র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

এমবাপ্পেকে দলে ভেড়ানোর পরিকল্পনা লিভারপুলের

আজ হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী

কোরবানী যাদের উপর ওয়াজিব


news24bd.tv / কামরুল 

এই রকম আরও টপিক