সুনামগঞ্জে সদর হাসপাতালে বিনামূল্যের অক্সিজেন ব্যাংক চালু

সুনামগঞ্জে সদর হাসপাতালে বিনামূল্যের অক্সিজেন ব্যাংক চালু

Other

সুনামগঞ্জ সদর হাসপাতালে বিনামূল্যের অক্সিজেন ব্যাংক চালু করেছে আবুল খায়ের গ্রæপ। একসঙ্গে ৬ টি সিলিন্ডার রিফিল করা যাবে এই অক্সিজেন ব্যাংক থেকে।

এখানে আবুল খায়ের গ্রুপের নিয়োজিত একজন অপারেটর ও স্টাফ সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন। সোমবার  সকালে এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জের পুলিশ সুপার মো.মিজানুর রহমান,সিভিল সার্জন ডা.শামস উদ্দিন আহমদ,সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.আনিসুর রহমান,আবাসিক মেডিকেল অফিসার ডা.রফিকুল ইসলাম প্রমুখ।


আরও পড়ুনঃ

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন

সৌদি আরবে বন্ধ হচ্ছে নামাজের সময়ে দোকান বন্ধ রাখার নিয়ম

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা

দীর্ঘ রোগে ভুগে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্টের মৃত্যু


উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন,মানুষের সংকটকালীন সময়ে এই অক্সিজেন ব্যাংক জীবন বাঁচাতে সহায়তা করবে।

উল্লেখ্য, দেশের ২০ টি জেলায় বিনামূল্যের এমন অক্সিজেন ব্যাংক স্থাপন করেছে আবুল খায়ের গ্রুপ।

news24bd.tv / নকিব