সময়কে আবেগী রঙে সাজাবার জন্য ধন্যবাদ হুমায়ূন আহমেদ

রুবাইয়াত সাইমুম চৌধুরী

সময়কে আবেগী রঙে সাজাবার জন্য ধন্যবাদ হুমায়ূন আহমেদ

Other

মাঝে মাঝে বৃষ্টি নামে। একঘেয়ে কান্নার সুরের মত সে-শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জামগাছের পাতায় সরসর শব্দ হয়।

সব মিলিয়ে হৃদয় হা-হা করে ওঠে।  

আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কী বিপুল বিষন্নতাই না অনুভব করি! জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নি:সঙ্গতায় ডুবেছি। ” 

তার লিখা হাজারো লাইন আর শব্দের মাঝে কেনো জানি প্রথমেই এই কথাগুলো মাথায় ঘুর ঘুর করে।

বড্ড আবেগী মানুষ ছিলেন। সেই আবেগকে লিখায় টেনে এনে হাজারো গুণ বাড়িয়ে কোটি মানুষের মনের মাঝে ছড়িয়ে দিতে পারতেন।  

বাকের ভাই থেকে হিমু, মিসির আলি থেকে তিথি সবাইকে কল্পনার চরিত্র থেকে বাস্তবের চরিত্র বানিয়ে দিয়েছিলেন।  

রাতে চাঁদের আলো দেখলে মনটা যে উদাস হয়ে যায়, মনে হয় একটু হেটে আসি, কোথাকার কোন দুঃখের-অভিমানের ঢেউ ঘোলাটে চাঁদের আলোর সাথে উথলিয়ে উঠে তা মনে হয় অনেকটা তার বই পড়ার জন্যই।  

এদেশের লাখো মেয়ে-তরুণীর মনে জোৎসনা রাতে শাড়ী পরে বারান্দায় একজন মনের মানুষের অপেক্ষা করতে না পারার দুঃখ তার হাতেই বোনা। সেই মেয়েরা-তরুণীরা আজ অনেকে মধ্য বয়স্ক, কিন্তু সেই আক্ষেপ এখনো মনের গহীনে খুব যতনে বহন করে তারা।  

হিমু হতে না পারা দুঃখ, মিসির আলী না হতে পারার ব্যর্থতা আর রূপার মতো, দিলুর মতো কিংবা কুসুমের মতো এক নারীর ভালোবাসার মানুষ হতে পারার ইচ্ছে ছেলে গুলো বহন করে অনন্তকাল।

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা

গাবতলী হাটকে ১০ লাখ টাকা জরিমানা, এক ঘণ্টা হাসিল বন্ধ 


মেসের মাঝে/জীবনের বাকে হঠাৎ এসে পরা প্রেয়সী অথবা তার চিঠির গল্প কৈশর - তারুণ্যকে মনে করিয়ে দেয় বারবার। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বিহীন আমাদের সময়কে আবেগী রঙে সাজাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হুমায়ূন আহমেদ।  

যে ভালোবাসা নিয়ে আপনি লিখতেন, সে ভালোবাসা হাজার গুণ বাড়িয়ে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিক সেই দোয়াই করি। আর জানেন, আজকেও আপনার শহরে বৃষ্টি হয়েছে।

লেখাটি রুবাইয়াত সাইমুম চৌধুরী-এর ফেসবুক থেকে নেওয়া।

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv নাজিম