রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়াকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়াকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

মিয়ানমারে মিলিটারি ক্যু হবার পর চীন দেশটির সাথে এক প্রকার যোগাযোগ করতেই পারছে না, এজন্য রাশিয়াকেও মধ্যস্থতার প্রস্তাব দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উজবেকিস্তানে যোগাযোগ সম্মেলন থেকে ফিরে নিজের বাসায় গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

তিনি জানান, সম্মেলনের সাইড লাইনে রাশিয়া, চীন, ভারতসহ ৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

এসময়ে, অবস্থা ভালো হলে বাংলাদেশ অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন পাবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশেও সিনোফা্রম ও সিনোভ্যাক ভ্যাকসিন উৎপাদন হবে। চিন্তার কিছু নেই। বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রে চীন বাল্কের মাধ্যেম পাঠাবে বোতলজাত ভ্যাকসিনের জন্য, তবে ফর্মুলা দেয়া হবে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাথে সাইডলাইন বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধানের জন্য তার কথা বলেছেন।

আমরা রাশিয়াকে ইনভলভ করে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। তবে তিনি কোন আশ্বাস দেননি।

তিনি আরও জানান, রাশিয়া স্পুটনিক ভ্যাকসিন দিবে। চূড়ান্ত পর্যায়ে আছে। কো প্রোডাকশনও করতে চায়। তবে ফর্মুলা দিবে না, কো প্রোডাকশন করতে পারে।

তিনি বলেন, সব উৎস থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন আনার ক্ষেত্রে বাংলাদেশের সব তত্পরতা আছে। কিন্তু স্টোরেজে সমস্যা আছে আমাদের।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত নিয়ে তিনি বলেন, পাপুলের কারনে কুয়েতে বাংলাদেশের বদনাম হয়ে গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেছে। তারা বাংলাদেশ থেকে আরে জনশক্তি নেয়ার রোডম্যাপ দেয়ার পরামর্শ দিয়েছে।


আরও পড়ুনঃ

দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা

দীর্ঘ রোগে ভুগে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্টের মৃত্যু


বাংলাদেশের সাথে উজেবেকিস্তানের সরাসরি আবার বিমান যোগাযোগ স্থাপন ও বাংলাদেশে দূতাবাস খোলা বিষয়ে অনুরোধ করা হয়েছে দেশটির রাষ্ট্রপতির কাছে। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

উজবেকিস্তানে কানেকটিভিটি সম্মেলন শেষে দেশে ফিরে ইস্কাটনের বাসভবনে এই ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী।

news24bd.tv / নকিব