যে কারণে গাড়িতে বসে টিকা নিলেন খালেদা জিয়া

যে কারণে গাড়িতে বসে টিকা নিলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আজ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  

আজ বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালে গিয়ে গাড়িতে বসেই করোনা ভাইরাসের টিকা নেন বিএনপি চেয়ারপারসন।

জানা গেছে, উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের ভিড়ের কারণে সাবেক প্রধানমন্ত্রীকে গাড়ি থেকে নামানো হয়নি।

৩টা ৫৫ মিনিটের দিকে গাড়িতে বসিয়েই তাকে করোনার টিকা দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা।

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা

গাবতলী হাটকে ১০ লাখ টাকা জরিমানা, এক ঘণ্টা হাসিল বন্ধ


এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মডার্নার টিকা নিয়েছেন খালেদা জিয়া।

news24bd.tv নাজিম