সাতক্ষীরায় নারী পাচার মামলায় চারজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

সাতক্ষীরায় নারী পাচার মামলায় চারজনের যাবজ্জীবন

শাকিলা ইসলাম জু্ইঁ, সাতক্ষীরা

সাতক্ষীরায় নারী পাচার মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। তবে দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু জানান, সদর উপজেলার মাহমুদপুর বাদামতলা গ্রামের আব্দুর রশিদ, তার স্ত্রী রহিমা খাতুন, আব্দুল জলিল ও তার স্ত্রী মাছুরা খাতুন চিহিৃত নারী পাচারকারি।

২০১০ সালের ২ জানুয়ারি প্রতিবেশি কিশোরী রুপালী দাসীকে কাজের প্রলোভন দেখিয়ে বোম্বের একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় কিশোরির মা গীতা দাসী তাদের বিরুদ্ধে সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এ মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর