পাঁচ ওয়াক্ত নামাজের পুরস্কার

পাঁচ ওয়াক্ত নামাজের পুরস্কার

অনলাইন ডেস্ক

ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। ইমানের পর নামাজের চেয়ে গুরুত্ব অন্য কোনো ইবাদতে প্রদান করা হয়নি। কোরআন মাজিদে ৮৩ বার নামাজের আলোচনা এসেছে।  

নামাজ ফরজ হওয়া প্রসঙ্গে আল্লাহপাক বলেন, 'হে নবী! আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদের বলুন, নামাজ কায়েম করতে'।

(সূরা ইবরাহিম, আয়াত-৩১)। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 'তোমরা লোকদের সঙ্গে উত্তমভাবে কথা বলবে এবং নামাজ আদায় করবে। (সূরা বাকারাহ, আয়াত-৮৩)।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মত আদায় করবে, আল্লাহ তাকে পাঁচটি পুরস্কাররে সম্মানিত করবেন।

 

(১) তার অভাব দূর করবেন

(২) কবরের আজাব থেকে মুক্তি দেবেন

(৩) ডান হাতে আমল নামা দেবেন

আরও পড়ুন:


পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

২৩ জুলাই থেকে কঠিন লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আনুশকার দেহরক্ষীর বেতন কত?

দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ও লুটপাট পূর্বপরিকল্পিত: প্রেসিডেন্ট


(৪) বিজলীর ন্যায় পুলসিরাত পার করাবেন ও

(৫) বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক