ভ্যাকসিনের আর কোন সংকট নেই : পররাষ্ট্রমন্ত্রী

Other

করোনা ভ্যাকসিনের আর কোন সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তবে সংরক্ষণের পর্য়াপ্ত সুবিধা না থাকায় ধাপে ধাপে আনা হবে টিকা। এদিকে আগামী এক বছরের মধ্যে অন্তত ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন টিকা কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।  

করোনার উর্ধ্বোগতির কারনে দেশ যখন সংকটের মুখে তখন মুসলমানদের বৃহৎ উৎসব ঈদযাত্রা নতুন দুশ্চিন্তার কারন হয়ে দাড়িয়েছে।

এমন পরিস্থিতিতে এখনো মাত্র ২শতাংশ মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে করোনা ভ্যাকসিন। বিশেষজ্ঞরা বলছেন করোনার এই ধাক্কা সামলাতে ভ্যাকসিনের বিকল্প নেই। কিন্তু বাস্তবতা হলো এই মুহুর্তে পর্যাপ্ত ভ্যাকসিনও নেই।

তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন ভ্যাকসিন নিয়ে যে ধোঁয়াসা ছিলো তা কেটে গেছে।

এখন ধাপে ধাপে সকল মানুষ পাবেন করোনা ভ্যাকসিন।

ভ্যাকসিন কমিটির অন্যতম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন বিভিন্ন মাধ্যম থেকে টিকা হাতে পাওয়া এখন সময়ের ব্যাপার। এই সময়ে স্বাস্থ্যবিধি মানার উপর জোর তাগিদ তার।


সময় চেয়ে যা বললেন ইভ্যালির এমডি

ইভ্যালি নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন( ভিডিও)

ঈদের পরের লকডাউনে যা বন্ধ ও খোলা থাকবে


 

এরই মধ্যে চিন থেকে কেনা ৪০ লাখ টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। আর চুক্তির বাকী এক কোটি ১০ লাখ ধাপে ধাপে আসার কথা রয়েছে। এছাড়া ভারতের সাথে চুক্তি অনুযায়ী টিকা না পাওয়ায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনিকার ২০ লাখ টিকা চলতি মাসেই পাওয়ার কথা রয়েছে।

news24bd.tv/আলী