ঢাকা ছেড়েছেন ২৬ লাখ মানুষ

ঢাকা ছেড়েছেন ২৬ লাখ মানুষ

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের জন্য কঠোর লকডাউন শুরু হবে। সরকার। বিধিনিষেধ শিথিল করার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ঈদ করতে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ছেন। এর মধ্যে গত তিনদিনে ঢাকা ছেড়েছেন সোয়া ২৬ লাখ মানুষ।


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


 

শুধুমাত্র মোবাইল সিম ব্যবহারকারীর ঢাকা ছেড়ে যাওয়ার পরিসংখ্যান এটি। যা সোমবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।  

প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের সময় এক কোটির বেশি মোবাইল গ্রাহক ঢাকা ছেড়ে যান।

news24bd.tv/আলী