খুলনার পাঁচ হাসপাতালে 
করোনায় ১৩ জনের মৃত্যু

খুলনার পাঁচ হাসপাতালে করোনায় ১৩ জনের মৃত্যু

Other

খুলনার পাঁচ হাসপাতালে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৯টা) করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়।  

এর আগে করোনায় ১৯ জুলাই ১৩ জন, ১৮ জুলাই ২৪ জন, ১৭ জুলাই ১১ জন ও ১৬ জুলাই আরও ১৩ জন মারা হয়।  

গত ২৪ ঘন্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনা সদর ধর্মসভা এলাকার আব্দুর রশিদ (৬৭), খালিশপুরের মোক্তার শেখ (৯০), মিয়াপাড়া এলাকার এটিএম আনিস জাহান (৫৬), গিলাতলা এলাকার সুশান্ত দত্ত (৫৫), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার দৌলতপুর পাবলা বনিকপাড়া রঞ্জন কুমার সাহা (৬০), সিটি মেডিকেল হাসপাতালে খুলনার বটিয়াঘাটার বিন্দু প্রকাশ গোলদার (৭০), রূপসার শাজাহান ফকির ((৬২), পিরোজপুর শেখপুর প্রিয়াঙ্কা (২৫), আবু নাসের হাসপাতালে মারা গেছেন খুলনার রূপসা আইচগাতি জাহানারা (৬০), অলক রায় (৫৪), নড়াইল কালিয়ার কামাল মোস্তফা (৭২) ও খুলনা জেনারেল হাসপাতালে কচুয়া বাগেরহাট ফারজানা (৪৮) করোনায় মারা গেছেন।

 

জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৩৭৬ জন। ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২ জন।   

খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ৩৫১ জনের নমুনা পরীক্ষায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়।

এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩০৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের নমুনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটের ৫, সাতক্ষীরার ১, যশোরের ২ ও নড়াইলে ৬ জন করোনা শনাক্ত হয়েছেন।   

আরও পড়ুন:


কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

১০ হাজার ৭০০ কোটি টাকা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

করোনার টিকা নেয়ার ক্ষেত্রে নতুন বয়সসীমা নির্ধারণ

কঠোর বিধিনিষেধের নতুন প্রজ্ঞাপনে যা থাকছে

ঢাকা ছেড়েছেন ২৬ লাখ মানুষ


news24bd.tv / কামরুল