শেরপুরের ৭ গ্রামে ঈদুল আজহার নামাজ আদায়

শেরপুরের ৭ গ্রামে ঈদুল আজহার নামাজ আদায়

Other

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে স্থানীয় বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন এসব গ্রামের লক্ষাধিক মানুষ। নামাজ শেষে পশু কোরবানী করেন তারা।

প্রতিটি জামায়াতে স্বাস্থ্যবিধি মেনে ১৫০ থেকে ২০০ জন করে মুসল্লী নামাজ আদায় করেন।

পুরুষ মুসল্লীর পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও জামাতের সাথে ঈদের নামাজ আদায় করেন।

জেলার যেসব এলাকায় আগাম ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নকলা উপজেলার নারায়ণখোলা ও পৌরসভার চরকৈয়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনী পাড়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

আরও পড়ুন:


যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন

কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

সুনামগঞ্জে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে মা-মেয়ে নিহত


নকলা উপজেলার চরকৈয়া এলাকায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মো. সারোয়ার জাহান।  

তিনি বলেন, আমরা প্রতিবছর সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা রাখাসহ ঈদের নামাজ পড়ি ও ঈদ উদযাপন করি।

 

news24bd.tv নাজিম