পেরুর নতুন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিও

পেরুর নতুন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিও

অনলাইন ডেস্ক

লাতিন আমেরিকার দেশ পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থী পেদ্রো কাস্তিলিওকে জয়ী ঘোষণা করা হয়েছে। আজ বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সোমবার (১৯ জুলাই) রাতে ফলাফল ঘোষণা করে দেশটির ন্যাশনাল ইলেকশনস জুরি (জেএনই)।

গত ৬ জুন পেরুতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেন কাস্তিলিওর নির্বাচনী প্রতিপক্ষ ডানপন্থী কিকো ফুজিমোরি। অবশেষে ভোট বিশ্লেষণ করে গতকাল রাতে জেএনই ফলাফল ঘোষণা করে।

আরও পড়ুন:


যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন

কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

সুনামগঞ্জে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে মা-মেয়ে নিহত


৫১ বছর বয়সী কাস্তিলিও প্রাক্তন স্কুল শিক্ষক ও ইউনিয়ন নেতা ছিলেন। নির্বাচনে তিনি ৫০ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন।

তার প্রতিপক্ষ কিকো পেয়েছেন ৪৯ শতাংশের কিছু বেশি ভোট। কিকোকে ৪৪ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন কাস্তিলিও।

পেরুর বর্তমান প্রেসিডেন্ট এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন। আগামী ২৮ জুলাই শপথ নেবেন কাস্তিলিও।

news24bd.tv নাজিম