পরিবারের কেউ মারা গেলেই কেবল তারা সচেতন হচ্ছে: ডিএমপি কমিশনার

পরিবারের কেউ মারা গেলেই কেবল তারা সচেতন হচ্ছে: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

গত দেড় বছর ধরে অব্যাহত চেষ্টা স্বত্ত্বেও মানুষকে মাস্ক পরানো নিয়ে সচেতন করা যায়নি বলে মন্তব্য করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি আরও বলেন, যাদের পরিবারের কেউ মারা যাচ্ছেন শুধুমাত্র তারাই সচেতন হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদকেন্দ্রিক নিরাপত্তার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন

যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন

কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

সুনামগঞ্জে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে মা-মেয়ে নিহত


গণমাধ্যমের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, গত দেড় বছরেরও বেশি সময় ধরে মানুষকে সচেতন করতে পুলিশ চেষ্টা করে যাচ্ছে, সেই সাথে আপনারা।

কিন্তু তার কোনো প্রতিফলন নেই। গরুর হাটে গেলে দেখা যায়, লাখ লাখ মানুষ, অথচ কারো মুখে মাস্ক নাই।

তিনি বলেন, মানুষ নিজে থেকে সচেতন না হলে কতজনকে সচেতন করবো! নিজের জীবনটা রক্ষা করার বোধট নিজে থেকে না আসলে কি করা যাবে? পুলিশ গিয়ে গিয়ে মাস্ক পরাচ্ছে, পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলছে, কী করবেন?

news24bd.tv/এমিজান্নাত