হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সফরকারী বাংলাদেশকে ২৯৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে দলটির সংগ্রহ দাঁড়ায় ২৯৮ রান।
২০০৬ সালে কেনিয়াকে ধবলধোলাই দিয়ে শুরু, এরপর একে একে আরও ১২ বার এই স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। তবে ২০০৯ সালের পর দেশের বাইরে প্রতিপক্ষকে ধবলধোলাই করা হয়ে উঠছিল না।
এদিন একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দীর্ঘদিন পর সুযোগ পান উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। চোট কাটিয়ে ফিরেছেন পেসার মুস্তারিজুর রহমান। তাকে খেলাতে বিশ্রাম দেওয়া হয়েছে আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।
স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে
২২ দিন পর আবার ট্রেন চলাচল শুরু
নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ
মাঠে ফিরেই ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। মোহাম্মদ সাইফউদ্দিনের শিকারও সমান ৩ উইকেট। তবে বল হাতে লজ্জার রেকর্ডের সঙ্গী হয়েছেন তিনি। এদিন ৮ ওভার বল করে ৮৭ রান সাইফউদ্দিন, যা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের খরুচে বোলিংয়ের রেকর্ড। এতোদিন ৮৫ রান দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিং ছিল পেসার আল আমিন হোসেনের দখলে।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
জিম্বাবুয়ে : ২৯৮/১০ (৪৯.৩ ওভার)
চাকাভা ৮৪, বার্ল ৫৯, রাজা ৫৭
সাইফউদ্দিন ৮৭/৩, মুস্তাফিজ ৫৭/৩, রিয়াদ ৪৫/২, সাকিব ৪৬/১, তাসকিন ৪৮/১
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৯৯ রান।
news24bd.tv/আলী