আর নেই সড়কে দুর্ভোগ!

আর নেই সড়কে দুর্ভোগ!

অনলাইন ডেস্ক

ঈদযাত্রা শেষের পথে। সড়ক-মহাসড়ক অনেকটাই ফাঁকা। জনমনে যেন নেমে এসেছে স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ সময় ধরে সাভার ও আশুলিয়ার ভোগান্তির সড়ক এখন ফাঁকা।

আজ মঙ্গলবার বিকাল আনুমানিক ৬টায় সাভার ও আশুলিয়ার দুটি মহাসড়ক ও একটি সড়কে এমন চিত্র দেখা যায়।


আরও পড়ুন

না ফেরার দেশে বাংলাদেশের বন্ধু, সাংবাদিক সায়মন ড্রিং

যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন

কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট


স্থানীয়রা বলেন, টানা লকডাউন শিথিল হওয়ার পর ঘরমুখো মানুষের চাপে সড়ক-মহাসড়কে যানজটে দুর্ভোগের শিকার হয় হাজার হাজার মানুষ। ঘণ্টার পর ঘণ্টা যাত্রাপথে জ্যামে বসে বাড়ি ফেরার অপেক্ষায় থাকতে হয়েছে মানুষদের।

তবে আজ মঙ্গলবার বিকেল থেকেই সেই চিরচেনা সড়কে নেই কোন দুর্ভোগের ছিটেফোঁটা।

হাতেগোনা কয়েকটি ট্রাক ও বাস ছাড়া কিছু রিকশা দেখা গেছে। সড়ক ফাঁকা পেয়ে দ্রুত গতিতেই চলছে যানবহনগুলো।

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক