এই একটা দিন শুধু আমার পুরুষ হইতে ইচ্ছা করে

এই একটা দিন শুধু আমার পুরুষ হইতে ইচ্ছা করে

Other

কোরবানি ইদ এর দিন বিবাহিত মহিলাদের অতীতের সকল গুনা মাফ হয়ে যায় বলে আমার ধারনা। কারন, কোরবানি ইদ হচ্ছে মহিলাদের মানসিক ও শারীরিক পরীক্ষার দিন।  

এদের ইদ শুরু হয় ফ্রিজ পরিষ্কার করার মধ্য দিয়ে, তারপর হরেক পদের রান্না, মাংস ভাগাভাগি আর গরুর ভুঁড়ি পরিস্কারের মধ্য দিয়ে শেষ হয় এদের ইদ।  

আমি একুশ বছর ধরে ভুঁড়ি পরিষ্কার করতেসি।

গরুর ভুঁড়িতে প্যাচ কয়টা এটাও মুখস্ত হয়ে গেছে। তবুও ইদের দিনের কথা চিন্তা করলেই আমার জ্বর আসে।  

এই একটা দিন শুধু আমার পুরুষ হইতে ইচ্ছা করে।  

ইচ্ছা করে লুঙ্গি পইরা গরু কিনতে যাই আর পাঞ্জাবী পইরা মাংস বিতরন করি।


বাই দ্য ওয়ে, এই ভুঁড়ি খাওয়ার প্রচলন টা করছিলো কে? 

ভাগ্য ভালো সে গরুর চামড়া খাওয়ার প্রচলন করে নাই।  
অন্তত লোমবাছার হাত থেকে নারী জাতি বাঁচসে........

আরও পড়ুন:


যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন

কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

লেখাটি রাখি নাহিদ​-এর ফেসবুক থেকে নেওয়া। (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/আলী